আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 4 August 2022 ২১১

ব্রাহ্মণবাড়িয়া।।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (হাসপাতাল অনুবিভাগ) অতিরিক্ত সচিব নাজমুল হক খান আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতাল (জেলা সদর হাসপাতাল) পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বলেন,অতি শিগগীরই হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় রোগী ও ডাক্তারদের আবাসন সমস্যা আছে সেগুলো নিয়ে খুব দ্রুত কাজ শুরু করবো।তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বড়বড় বিভাগীয় শহরের রোগীর চাপ কমাতে পর্যায়ক্রমে প্রতিটি জেলার হাসপাতালের স্বাস্থ্যখাতকে উন্নত করার জন্য কাজ করছে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য বিভাগ। প্রধান প্রধান জেলাগুলোতে মেডিক্যাল কলেজ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে আছে। অতিদ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে।তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিটে রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান।