
বিজয়নগর।।
৪০ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে মাদক চোরাকারবারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।শনিবার (৬ আগস্ট) দিবাগত মধ্যরাতেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আজ রোববার (৭ আগস্ট) সকালে বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হল উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)।ওসি রাজু আহমেদ আরও বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক চোরাকারবারে জড়িত অন্যান্য অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।