আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে ট্রাক্টরে আটকে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর 15 August 2022 ১৫২

ব্রাহ্মণবাড়িয়া।।

মাছ ধরতে গিয়ে ট্রাক্টরে আটকে কিশোর নিহত হয়েছে।আজ সোমবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মাছিহাতা ইউপির গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে গজারিয়া এলাকার ফজলু মিয়ার ছেলে ইয়াছিন।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরান হোসেন জানান, দুপুরে সদর উপজেলার গজারিয়া এলাকায় জমিতে মাছ ধরতে যায় ইয়াছিন। ওই সময় পাশেই ট্রাক্টর দিয়ে চাষ করছিল জমি। একপর্যায়ে পা পিছলে ট্রাক্টরের ভেতরে আটকে যান ইয়াছিন। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।তিনি আরও বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।