আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও বিভিন্ন উপজেলায় বাসদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।। কাঙালী ভোজের আয়োজন

আখাউড়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি 16 August 2022 ১৮৩

ব্রাহ্মণবাড়িয়া।।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কাঙালী ভোজের আয়োজন করেছেন।
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগষ্ট, ১৯৭৫ এর সকল শহিদদের প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসদের সভাপতি প্রবীর চৌধূরী রিপন ও সাধারণ সম্পাদক সোহেল সরকার এর নেতৃত্বে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ(BSD) সদস্যরা ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন।এসময় উপস্হিত ছিলেন জেলা বাসদ এর সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি লুৎফুর রহমান, সদর উপজেলা আহবায়ক মোহাম্মদ রাশেদ মিয়া, সদস্য স্বপন মিয়া, সুমন মিয়া সহ আরো অনেকেই।
এসময় জেলা বাসদের সভাপতি প্রবীর চৌধূরী রিপন বলেন,ঘাতকের দেওয়া মরণ তোমাকে মারতে পারেনি আজও,কোটি বাঙালির হৃদস্পন্দনে মুক্তির সুরে বাজো,১৫ আগস্ট, জাতীয় শোক দিবস।বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনা সাহস জুগিয়ে ছিলো কোটি বাঙালির মনে স্বাধীনতার অর্জন করতে। তাঁর জন্য বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়ে ছিলো বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড।শত বছর পরেও বঙ্গবন্ধুর অক্ষয় কীর্তি সগৌরবে স্থান করে নিবে কোটি বাঙালির প্রাণে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঘাতকদের নির্মম বুলেটে শাহাদত বরণকারী সকলকে।
এদিকে জেলা বাসদে নেতৃবৃন্দের সাথে সমন্বয় রেখে আশুগঞ্জ উপজেলা বাসদ এর সভাপতি মনোরঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন এর নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন।পরে আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মহসিন এর উদ্যোগে নিজ এলাকায় লালপুর কান্দারপাড়ে বঙ্গবন্ধুর সপরিবারে শাহাদাতবরণকারীদের জন্য মিলাদ ও দোয়া শেষে কাঙালী ভোজের আয়োজন করেন এতে সহস্রাধিক মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেছেন।
আখাউড়া উপজেলার আহবায়ক জাহাঙ্গীর আলম এর উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন।