
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন চত্বরে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন (১৮) নামের এক তরুণ মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হওয়ার সময় সুমন দৌড়ে ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতরভাবে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সুমন চট্টগ্রাম জেলার ওয়ালেজ কলোনির মঈন উদ্দিনের ছেলে। তিনি দুপুর দেড়টার দিকে চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।