আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আখাউড়া 29 August 2022 ১৬১

আখাউড়া।।

আখাউড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে আজ সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু হলো- সামিয়া (৩) ও ইলমা (২)। তারা সম্পর্কে চাচাতো বোন। সামিয়া ওই গ্রামের নুরুল ইসলাম ও ইলমা জুয়েল মিয়ার মেয়ে।জানা গেছে, সামিয়া ঘর থেকে মোবাইল নিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় ইলমাও তার সঙ্গে যায়। একপর্যায়ে ইলমা পুকুরে পড়ে যায়। ইলমাকে বাঁচাতে সামিয়াও পুকুরে নামে। দুইজনেই পানিতে তলিয়ে যায়।ঘরে মোবাইল খুঁজে না পেয়ে পরিবারের লোকজন সামিয়ার খোঁজে বের হয়। খোঁজাখুজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখে মোবাইল পড়ে আছে। কিছুক্ষণ পরেই পুকুরে দুইজনের লাশ ভাসতে দেখে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত সামিয়ার চাচা মিটন সরকার বলেন, সামিয়া ও ইলমা সম্পর্কে আপন চাচাতো বোন। সামিয়া ঘর থেকে মোবাইল নিয়ে বের হয়ে যায়। এ সময় ইলমা ও তার সঙ্গে ছিল। তারা দুইজন পুকুরের পানিতে ডুবে মারা যায়।এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।