আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদীদের মাঝে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে–জেলা প্রশাসক

বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 29 August 2022 ১৮১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কারাগারের কারাবন্দীদের কারাভোগের পর আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জেলা কারাগারে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহযোগিতায় ৩/৬ মাস মেয়াদী ০৫টি কোর্সের (বেসিক রেফ্রিকারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ব্লক বাটিক, বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, সেলাই ও মোবাইল সার্ভিসিং) পুরুষ ও মহিলা কয়েদীদের মাঝে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক আঃ কাইয়ুম,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আমির আলী,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেল সুপার মোঃ ইকবাল হোসেন।বিশেষভাবে উল্লেখ্য যে, ০৫টি কোর্সের সমাপনান্তে ৫৩ জন কারাবন্দীকে সনদ ও ১৮ জন কারাবন্দীকে বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদান করা হয়েছে।