আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান ॥ গুড়িয়ে দেয়া হয়েছে ২৫টি স্থাপনা

অন্যান্য, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 30 August 2022 ১৮০

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে শহরতলীর রামরাইল থেকে পৌর এলাকার ভাদুঘর পর্যন্ত মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে বেশ কয়েকটি এক্সেভেটর দিয়ে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মহাসড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মানসহ পাকা স্থাপনা নির্মাণ করে। বর্তমানে মহাসড়কটির সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেজন্য অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার জন্যে দখলদারদেরকে একাধিক বার নোটিশ দেয়ার পরও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই মঙ্গলবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কটি সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহন করেছে। তাই মঙ্গলবার মহাসড়কের রামরাইল থেকে ভাদুঘর পর্যন্ত মহাসড়কের পাশের ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে দখলদারকে নোটিশ দেয়া হয়েছিল। লাল দাগ দিয়ে তাদেরকে সতর্কও করা হয়েছিল। রোববার মাইকিং ও করা হয়। এরপরেও তারা কর্ণপাত না করায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদ অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া উপ বিভাগীয় প্রকৌশলী ডেইজি রায় টুম্পা, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।