আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়রের ছেলে গাজাসহ আটক

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 31 August 2022 ২৯৫

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারির ছেলে জারিফ আনছারি অভি (২২) নামে এক তরুণকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, সোমবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আযমপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠান বিচারক।তিনি আরও জানান, এই ঘটনায় জারিফ আনছারি অভির বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।