আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া উদীচীর উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র পঞ্চাশতম মহাপ্রয়াণ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর 6 September 2022 ১৫৫

ব্রাহ্মণবাড়িয়া।।

আজ উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয় জেলা সংসদ কার্যালয় উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত আলোচকউদীচী সরাইল শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট গীতিকার, সঞ্জীব কুমার দেবনাথ,উদীচী জেলা সংসদের সহ-সভাপতি ও বিশিষ্ট গীতিকার ফারুক আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট বাচিক শিল্পী ও তিতাস সাহিত্য -সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. শেখ জাহাঙ্গীর, কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন, সিনিয়র লেকচারার ও কবি আবু হানিফ, রতন লাল দে, সহসভাপতি জেলা সংসদ। উপস্হিত সকলের প্রতি উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ কৃতজ্ঞতা প্রকাশ করছে।উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের পক্ষ থেকে দেশবাসী ও সরকার সমীপে ৪টি দাবি তুলে ধরা হয়।১। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র মহাপ্রয়াণ দিবস জাতীয়ভাবে পালনের উদ্যোগ গ্রহণ।
২।ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র নামে মিউজিক্যাল কলেজ ও কালচারাল কমপ্লেক্স জেলা শহরে স্হাপন।৩।সেতার-সরোদ এবং সুরবাহার যন্ত্র বাদনের জন্য শিক্ষক নিয়োগ।৪। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ।বক্তারা বলেন যে মধ্যযুগে নায়ক-গায়ক গোপাল ওস্তাদ আমির খসরু, মিয়া তানসেন সংগীতের যুগ পেরিয়ে বর্তমানে আলাউদ্দিন খাঁ নিজস্ব ঘরানা সৃষ্টি করে আজ বিশ্বনন্দিত ও বন্দিত।অথচ পরিতাপের বিষয় এই যে তাঁর আদর্শ ও পথ বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয় নি। আমরা চাই গৌরব -সৌরভ, ঐতিহ্য ও তার সাঙ্গীতিক সাধনা জেলা, জাতীয় ও আঅন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরলে পৃথিবীবাসী উপকৃত হবে।তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও সুরের সাধনা আমাদের চলার পথে পাথেয়।