আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নবীনগর, বিশেষ প্রতিবেদন 2 October 2022 ১৫৯

নবীনগর।।

নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা।শনিবার (১ অক্টোবর) রাত থেকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের এক কিশোরী বিয়ের দাবিতে অনশন করছে। সে এবার স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। ওই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে যায়।
প্রেমিকা বলে, দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি।
প্রেমিক সাকিবের মা ফেরদৌসী বেগম বলেন, আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক। মেয়ের মা বলেন, এ বিষয়ে মেয়ের বাবা-চাচারা সিদ্ধান্ত নেবেন।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।