আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে লোকাল বাসের ধাক্কায় পথচারী নিহত

বিজয়নগর 6 October 2022 ১৩৪

বিজয়নগর।।

লোকাল বাসের ধাক্কায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আহত নিপেন্দ্র (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুৃধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে লোকাল বাস (দিগন্ত) যোগে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নিপেন্দ্র (৭০)। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় যাওয়ার পর রাতে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত নিপেন্দ্র (৭০)পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার ঘোষ সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিপেন্দ্র ইসলামপুর বাজারে জুতা সেলার কাজ করতো। কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হয়ে মৃত্যু বরন করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।