আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পারিষদের ব্রাহ্মণবাড়িয়ায় গনঅনশন কর্মসূচী পালিত

অন্যান্য, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 22 October 2022 ১৯৮
 ব্রাহ্মণবাড়িয়া।।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে গনঅনশন অনুষ্ঠিত হয়েছিল। আজ সকালে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  দিলীপ কুমার নাগের সভাপতিত্বে গনঅনশনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যুৎ রন্জন নাগ,প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম,জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রন্জন সরকার,ঐক্যন্যাপের জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম,বাসদ জেলা সভাপতি প্রবীর চৌধুরী রিপন,অধ্যাপক অমৃত লাল রায়,অধ্যাপক মোশারফ হোসেন,ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার, ঐক্যপরিষদের নেতা বীরমুক্তিযোদ্বা সুনীল কুমার দেব,প্রবীর কুমার দেব,নাসিরনগর কমিটির সভাপতি আদেশ চন্দ্রদ দেব,সদর উপজেলা সভাপতি সব্যসাচী পাল, পৌর সভাপতি খোকন কান্তি আচার্য্য,হরিপদ ভৌমিক দুলাল,ছাত্র ঐক্যপরিষদের আহবায়ক শুভন আচার্য্য,যুগ্ন-আহবায়ক সৌরভ ভৌমিক প্রমুখ।গন অনশনে বক্তাগন বলেন,আমরা এই দেশে সমঅধিকার চাই।২০১৮ সালের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানান।এই সংগঠনের দেয়া সাতটি দাবীর বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহব্বান জানান।পরে দুপুর দুইটায় ঐক্যপরিষদের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দেরকে পানি খাইয়ে অনশন কর্মসূচী বঙ্গ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আল মামুন সরকার।