
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগরের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বিজ্ঞানের উদ্ভাবনের ক্ষেত্রে মুসলমানদের অবদান কম। ধর্ম ফেৎনারা আমাদের বিজ্ঞানের দিকে যেতে দেয় না। শেখ সাদী জ্যোতিবিজ্ঞানী ছিলেন। কিন্তু তাঁকেও কাফের বলা হয়েছিল। বিজ্ঞানমনস্ক হয়ে উদ্ভাবনের জন্য মেধা ও শিক্ষা দরকার। আমরা কি বিজ্ঞানী পাচ্ছি। আমরা কি জগদীশ চন্দ্র বসু উপহার দিতে পারছি। এই বিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনিও বলে দিয়েছেন আমাকে খোঁজ। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক হতে হবে। বিশ্ব ও মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্ভাবনী দরকার। তাহলেই এই দেশ এগিয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের মিলনায়তনে দুপুর সাড়ে ১১টায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষন দেবনাথ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাঈফ উল আরেফিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান শামীম আরা মুজিব।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন উপস্থাপন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়, খরচ ও যাতায়াত কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াসহ ডিজিটাল কার্যক্রমের অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের ফলে সকল শ্রেণী পেশার মানুষের ডিজিটাল সেবা সুবিধা প্রাপ্তির বিষয়ে ব্যাপক প্রচারণার জন্যই ডিজিটাল উদ্ভাবনী মেলার ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টল বসেছে।