ব্রাহ্মণবাড়িযা।।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাঞ্ছারামপুরে পুলিশের শটগানের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়া বাবা। আজ ২৩ নভেম্বর, বুধবার নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বাঞ্ছারামপুর) এ মামলার আবেদন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের আইনজীবী আরিফুল হক মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে, এসআই আফজাল হোসেন খান, এসআই বিকিরণ চাকমা, কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ও শফিকুল ইসলাম।বাদীর আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেছেন। আদালত আজ বিকালে এই বিষয়ে আদেশ দেবেন। পরে বিস্তারিত জানা যাবে।উল্লেখ্য গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে বিএনপির কুমিল্লার সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের শটগানের গুলিতে নিহত হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor