আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ভারতীয় তেল ও বডিলোশনসহ আশুগঞ্জে দুইজন আটক

অন্যান্য, আন্তর্জাতিক, আশুগঞ্জ, সারাদেশ 23 December 2022 ১৪৮

আশুগঞ্জ।।
বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ তেল ও বডিলোশনসহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৩টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লাভিডা হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক মো. মোশারফ (২৯) সুনামগঞ্জ জেলার বেরিগাঁও এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে ও একই এলাকার খলিল মিয়ার ছেলের মো. মোহর আলী (২৪)।আজ শুক্রবার দুপুরে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লাভিডা হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭১২ পিস ভারতীয় তেল ও ৭১২ পিস ভারতীয় বডিলোশন ও নগদ ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে ভারতীয় অবৈধ প্রসাধনী ক্রয়-বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।