
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে জেলায় বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মাস্টার প্যারেডে অভিবাধন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মোঃ জয়নাল আবেদীন,প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।এসময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে ব্যারাক, এম.টি শাখা, রেশন স্টোর, সি-স্টোর, ডি-স্টোর, রিজার্ভ অফিস এবং মেস পরিদর্শন করেন এবং সকলকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন।