ছেড়ে দেওয়া আসনে ফের এমপি হলেন সাত্তার

১ ফেব্রুয়ারি, ২০২৩ : ৫:৩৬ অপরাহ্ণ ৪০

সরাইল।।

ছেড়ে দেওয়া আসনে ফের এমপি হলেন সাত্তার। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের আগে নিখোঁজ হওয়া আবু আসিফ আহমেদ মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১৮। আগে ধানের শীষ নিয়ে পাঁচবার এমপি নির্বাচিত হলেও এবার কলার ছড়ি প্রতীকে এমপি হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ উকিল আবদুস সাত্তার ভূইয়া। এর আগে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ হয় ইভিএমের মাধ্যমে।
উপনির্বাচনে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আব্দুস সাত্তার ভূঁইয়া ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বিরা হলেন- জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) ও বিএনপির বহিষ্কৃত আরেক নেতা আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি)। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০৩ ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে ১৭টি ইউনিয়নে ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন।এর আগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। এর পরদিনই তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। বিএনপির অন্য সংসদ সদস্যদের মতো সাত্তারও ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। তবে ফাঁকা আসনে উপনির্বাচনে দাঁড়াতে দল ছেড়ে দেন তিনি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com