বিকল ইঞ্জিন উদ্ধার।। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

২ ফেব্রুয়ারি, ২০২৩ : ৩:১৭ অপরাহ্ণ ৩৮

আখাউড়া।।
ট্রেনের বিকল ইঞ্জিন উদ্ধারের প্রায় ২ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথপে সকল ট্রেন চলাচল শুর হয়।সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)ট্রেনটি বিকাল ৪টা ২৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে।পরে ট্রেনটি ৪ টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় আখাউড়া রেলওয়ে স্টেশন আউটারে বড়বাজার রেলগেইট বরাবর পৌছলে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম,চট্টগ্রাম- সিলেটে রেলপথে ট্রের চলাচল বন্ধ হয়ে যায়।পরে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ও লোকোমোটিভ এবং প্রকৌশলী বিভাগের একটি দল ট্রেনের ইঞ্জিনের যন্ত্রাংশের মেরামত কাজ শুরু করে। এসময়, দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলো কে বিকল ইঞ্জিন থেকে প্রথমে বিচ্ছিন্ন করে অন্য একটি উদ্ধারকারী ইঞ্জিন দিয় স্টেশনে সরিয়ে নেয়া হয়। পরে একই ইঞ্জিন বিকল ইঞ্জিনটিকে টেনে মেরামতের জন্য লোকোসেডে নেয়া হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট কামরুল হাসান তালুকদার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com