
আখাউড়া।।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার তন্তরবাজার নামক স্থানে মোটরসাইকেল ও অটোরিকশার মু্খোমুখি সংঘর্ষে মো: সাকিব মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিঁহাতা হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, আজ শনিবার সকালে কসবা থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিলেন সাকিব। পথে তন্তর নামক স্থানে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মু্খোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এঘটনায় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।