ঢাকা।।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হিন্দু সম্মেলনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভারত- বাংলাদেশের ইতিহাস একই সূত্রে গাঁথা। আলাদা দুটি ভূখণ্ড সত্ত্বেও জনগণের সংস্কৃতি ও পরম্পরাও অভিন্ন।মুক্তিযুদ্ধে আমরা বাংলাদেশের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে ভারতের সংসদ সদস্য দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তীর সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশের বন্ধুত্বেরও রজতজয়ন্তী পূর্ণ হয়েছে। মুক্তিযুদ্ধসহ যেকোনো প্রয়োজনে আমরা বাংলাদেশের সঙ্গে থাকার চেষ্টা করেছি।আশা করি ভবিষ্যতেও দুই দেশের জনগণ হাতে হাত রেখে সকল বাধা বিপত্তি অতিক্রম করবে।
হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম,হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এডঃ দ্বীনবন্ধু রায়,মহাসচিব এডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ আরো আনান্য নেতৃবৃন্দরা।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor