ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে।বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসকের আয়োজনে আজ সকালে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো জুলফিকার হোসেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিয়া সংস্হার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু ।অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে ।উক্ত খেলার মধ্যে রয়েছে,ষষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপ এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে রাখা হয়েছে।‘ক’ গ্রুপে ১০০ ও ২০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্প।‘খ’ গ্রুপে রয়েছে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় , হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন, শটপুট, ডিসকাস ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্ট ।পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor