আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়া, সারাদেশ 12 February 2023 ৯৪

আখাউড়া।।

আখাউড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাউতলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুর বাড়ী সাইবা মারোয়া ওই গ্রামের মো. ওয়াসিম মিয়ার মেয়ে সাইবা মারোয়া (১৫ মাস)। স্থানীয়রা জানান, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সাইবা মারোয়া। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন শিশুর চাচি। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো একসময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়জুন্নেছা আমিন পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।