আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর–মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 19 February 2023 ৬৫

ব্রাহ্মণবাড়িয়া।।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, শিক্ষার ভীত রচনাকারী।তারা শারীরীক,মানসিক,সামাজিক, নৈতিক,মানবিক, নান্দনিক,আধ্যাত্মিক ও আবেগ অনুভূতির বিকাশ ঘটানোর চেষ্টা করেন এবং,তাকে দেশাত্মবোধে, বিজ্ঞানমনষ্কতায়, সৃজনশীলতায়, উন্নতজীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন।তাদের অক্লান্ত পরিশ্রমে ছোট চারাগাছটি একদিন মহীরুহে পরিণত হয়।তিনি আরো বলেন,শিক্ষক যদি আর্থিক, মানসিক ও সামাজিকভাবে সম্মানিত হন তাহলে তারা দ্বিগুন উৎসাহে শিক্ষাদানে এবং শিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহন করতে পারেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে।উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. দেওয়ান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা।আজ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে, বিগত কয়েক বছরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।