
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জিয়াউর রহমানের সামরিক শাসন আমলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। নির্বাচনের মাধ্যমেই গণমানুষের কাছাকাছি থেকেছে। তাই বিএনপির উচিত সহিংসতার পথ পরিহার করে আগামী নির্বাচনে আসা। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদেরকে মুসলিম লীগের পরিণতি বরণ করতে হবে।
তিনি আজ শনিবার সন্ধ্যায় বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান আনসারী, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, পৌর আওয়ামী লীগ সহসভাপতি জামাল খান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস মিনারা আলম, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. লোকমান হোসেন, জেলা শ্রমিকলীগ সভাপতি আবদুল মালেক চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, জেলা মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক শাহপরান।