
ব্রাহ্মণবাড়িয়া।।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা করবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরের সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
কমসূচী সফল লক্ষে আজ রোববার দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগ কাযালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান বাচ্চু, মাহমুদুর রহমান জগলু, আবদুল খালেক বাবুল, পৌর আওয়ামী লীগ সহসভাপতি জামাল খান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।