আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বৈষম্য -শোষন দুর্নীতি মুক্ত দেশ গড়তে সমাজতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করতে হবে—সিপিবি

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 6 March 2023 ৪৮

ব্রাহ্মণবাড়িয়া।।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যেগে ৬ মার্চ পৌর মুক্তমঞ্চে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পার্টির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচী শুরু হয়।পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড এডঃ সৈয়দ মোঃ জামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক কমরেড আছমা খানম,সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ হোসেন, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা সভাপতি এম এ রাকিব,মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা শিকদার দীনা,উদীচীর জেলা সাধারন সম্পাদক ফেরদৌস রহমান,জেলা টি ইউসির সদস্য সচিব আল মামুন,রিস্ক্রা- ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাহেদ প্রমুখ। সভায় নেতৃবৃন্দেরা বলেন,মুক্তিযুদ্বের ৫২ বছর পর মানুষ ভোটের অধিকার হারিয়েছে।দুরর্নীতি লুটপাট পাহাড় সমান।মানুষের মধ্যে প্রতিদিন বৈষম্য বাড়ছে।দেশে আজ দুই ধরনের অর্থনীতি চলছে,একটি বড় লোকের অর্থনীতি আর একটি গরীবের অর্থনীতি,বড় লোকের জন্য এক ধরনের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যনীতি আর গরীব মানুষের জন্য আর এক ধরনের শিক্ষা চিকিৎসা ও খাদ্য নীতি।আজ ও মানুষ ভাতের জন্য সংগ্রাম করতে হয়।নেতৃবৃন্দ বলেন,দুই বড় দলই আজ সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদকে তেষন করছে।তাই আজকে মুক্তিযুদ্বের চেতনায় দেশকে ফিরিয়ে আনতে এবং বৈষম্য -শৌষন ও দুরর্নীতি মুক্ত দেশ গড়তে সমাজতান্ত্রের সংগ্রামকে জোরদার করতে হবে।