আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সন্ধান মিলছে না কলেজ ছাত্র মোজাহিদের

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 16 March 2023 ৮৫

আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজের ১ম বর্ষের অনার্স বিভাগের ছাত্র মোজাহিদের সন্ধান মিলছে না গত গত ০৯ দিন যাবত। মোজাহিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা নয়াহাটি (গোলাপ মিয়ার বাড়ির) মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে নিখোঁজের পরিবার।
জানা গেছে, কলেজ ছাত্র মোজাহিদ গত ০৫ মার্চ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ০৪নং ওয়ার্ডের বাজার এরিয়া থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোজাহিদের বয়স আনুমানিক ২২। তার পরনে ছিল ফুল হাতা টি শার্ট, কোমরে প্যান্ট, চুল ছোটখাটো, দাড়ি ছোট, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তার গায়ের রং ফর্সা।
ছেলে হারানোর শোকে তার মা-বাবাসহ আত্মীয় স্বজন সবাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। বিভিন্নভাবে এখনো মোজাহিদের সন্ধান কামনা করছেন পরিবারসহ আত্মীয়-স্বজনেরা। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গত ০৭ই মার্চ ৮০৫নং সাধারণ ডায়রী (জিডি) করেন মোজাহিদের মা। এছাড়া মোজাহিদের সন্ধান পেলে মোবাইল ০১৩০৫-৬০৩০৪৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তার মা রোজিনা বেগম।