
আখাউড়া।।
আখাউড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা। আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে আখাউড়া পৌরশহরের বড়বাজার সংলগ্ন চন্দনসার এলাকায় এ ঘটনা ঘটে এবং সিরাজ মিয়া (৪৮) আটক করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর ও মাদকাসক্ত। তিনি প্রায় দেড় বছর আগে তিন সন্তানসহ স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ে করে। শুক্রবার সকালে বড় মেয়েকে সৎ বাবার কাছে একাকি ঘরে রেখে মা কাজে বের হলে বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই কিশোরী বাঁচার জন্য আত্মচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সিরাজ মিয়াকে গণধোলাই দিয়ে তারা পুলিশের হাতে তুলে দেয়।এদিকে আটক সিরাজ মিয়া মদ্যপ অবস্থায় মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজকে আটক করে। তিনি আরও বলেন, মেয়ের মা স্বামীকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি অভিযোগ দিয়েছে।