আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

এক ইঞ্চি জায়গাও অনাবাদী থাকবে না–চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 21 March 2023 ৫৮

ব্রাহ্মণবাড়িয়া।।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রীর ঘোষনা বাংলাদেশে কোন ভূমিহীন এবং গৃহহীন মানুষ থাকবে না। তিনি বলেন, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবে। তিনি  আরো বলেন, রাজনীতিবিদ  ও জনপ্রশাসনকে সঙ্গে নিয়ে  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সাম্প্রদায়িক-সম্প্রীতির মধ্য দিয়ে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচেছ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জায়গাও অনাবাদী থাকবে না সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় কোন বিনোদনের জায়গা নেই জেলা প্রশাসনের উদ্যোগে ইকো পার্ক নির্মান করা হচ্ছে তা আমি মনে করি  এই এলাকার অর্থনীতির চাকা ঘুড়ে যাবে।আজ মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপী সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের নির্মিত ফোয়ারার ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত আগত সেবা প্রার্থীদের জন্য বিশ্রাগার ও মাতৃদুগ্ধ পান কর্ণার এর শুভ উদ্বোধন, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা পরিদর্শন, সদর উপজেলা সেন্দা ইকো পার্ক এর ভিত্তিপ্রস্তর এবং সেন্দ আশ্রয়ন প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক মোঃ শাহ্গীর আলমের সভাপতিত্বে তিনি আরো বলেন, মাদক আসক্ত, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং বাল্য বিবাহ থেকে মুক্ত থাকতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন যদি ইকো পার্কের সাথে মিলিয়ে দেখি তাহলে মানুষ আনন্দিত, উপকৃত হবে এবং বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকবে।সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ এর সঞ্চালনায়  অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সহকারী কমিশনার (ভূমি) সদর মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব প্রমুখ। সরকারী এবং বেসরকারী পরিদর্শনকৃত অফিসের মধ্যে রয়েছে বিয়াম ল্যাবরটরী স্কুল, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) সদর এর কার্যালয়, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সুহিলপুর দঃ ইউনিয়ন ভূমি অফিস দর্শন, সুহিলপুর দঃ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।