আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

প্রতিবন্ধী হাদিস মিয়ার সন্ধান চায় তার বিধবা মা

নবীনগর 21 March 2023 ১৩৭

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর সাতঘর হাটি গ্রামের প্রতিবন্ধী মোঃ হাদিস মিয়ার সন্ধান মিলছে না ২২ দিন যাবৎ। তাঁকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় তাঁর বিধমা মা জোসনা বেগম।খোঁজ নিয়ে জানা যায় কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর সাতঘর হাটি গ্রামের মৃত মুর্শিদ মিয়ার প্রতিবন্ধী ছেলে মোঃ হাদিস মিয়া গত ২৬ ফেব্রয়ারি হারিয়ে যায়। হারিয়ে যাওয়া হাদিস মিয়ার বয়স ১৭। এ সময় তার পরনে ছিল সাদা জ্যাকেট ও কালো রঙের টাউজার। তার মা জানিয়েছে সে কথা বলতে পারে না, কারও কাছে নিজের খাবারটুকোও চেয়ে নিতে পারে না। তাঁর দুটি ছেলে সন্তান এবং দু’জনই প্রতিবন্ধী।ছেলে হারানোর শোকে তাঁর মা জোসনা বেগম সারাদিন কান্নাকাটি করে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি নিজে হকারী করে দুটি ছেলের ভরণপোষণের ব্যবস্থা করে থাকেন। বর্তমানে ছেলেটিকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে তার হকারী ব্যবসা বন্ধ। তিনি সমাজের সচেতন নাগরিকদের কাছে তাঁর ছেলের সন্ধান চেয়েছেন ও সহযোগিতা কামনা করেছেন।ছেলের সন্ধান দাতাদের 01785-978028 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।