আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হিন্দু বাড়িতে হামলা ভাংচুর।। নিহত দুই

ব্রাহ্মণবাড়িয়া সদর 19 April 2013 ১৯২

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কাটানিশার হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করে দুষ্কৃতকারীরা মূল্যবান জিনিস পএ ধ্বংস করে দেয়। আক্রমণ কারীদের হামলায় গুরু চরণ সরকার (৭৫) ও আরাধন সরকার (১৮) কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে দুজনেই মূত্যু বরন করেন।এ নিয়ে স্হানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে স্হানীয় মানুষের বক্তব্য অনুযায়ী জানা যায় মৃতঃ- গুরু চরণ সরকারের পরিবারঠি কে ধ্বংস ও তার গুরুত্বপূর্ণ জায়গা জমি দখল করার জন্যে স্হানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বর্গ দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছিল। একাধিকবার উক্ত পরিবারঠিকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। আরো জানা যায় মৃতঃ- গুরু চরণ সরকারের বড় ছেলে কৃষ্ণধন সরকারকে সম্পুর্ন মিথ্যা নারী-নির্যাতন মামলা দিয়ে দীর্ঘ ৬ মাস কারাবরণ এমন কি একটি হত্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। তিনি এখন প্রাণ বাচানোর লক্ষে দেশ-ত্যাগ করে দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন।
এলাকায় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে হতাশা ও ভয় বিরাজ করছে।