আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয়, বিনোদন, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া, মুক্তমত 24 August 2015 ৩৭৯

মো. মুজিবুর রহমান: হবিগঞ্জ শহরে সপ্তাহিক বন্ধের দিন শনিবারও দোকান খোলা রাখার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শমসাদ বেগম ও রুবাইয়া আফরোজ এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শ্রম আইনে অভিযান পরিচালনাকালে শহরের তিনকোনা পুকুরপাড় ও ঘাটিয়া এলাকায় বেশকিছু দোকান খোলা পাওয়া যায়। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযানকালে অনেকেই ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে দোকান বন্ধ করে ফেলে। যারা নির্দেশ অমান্য করে তাদেরকে জরিমানা করা হয়। অভিযানকালে দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছালেক মিয়া উপস্থিত ছিলেন।