
স্টাফ রিপোর্টার
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর মাদ্রাসার প্রিন্সিপাল মেরাজুল হক কাসেমীর উপর হামলার প্রতিবাদে জেলা সদর ও আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। দুপুরে ১২টার দিকে জেলার প্রধান মাদ্রাসা কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুসিয়া থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে। জামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস মাওলানা নোমান আল হাবিরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ ওবায়দুল¬াহ, মাওঃ মাহবুবুল হাসান, মাওঃ আতাহার আলী, মোঃ ইমরান হোসেন প্রমুখ। অন্যদিকে সকালে আখাউড়া উপজেলার পৌরশহরের লাল বাজার থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা পৌরশহরের সড়ক বাজারে প্রতিবাদ সমাবেশ করে। বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান, মাও: আসাদুল হাবীব, মো. বিল¬াল হোসেন, কাজী মাঈনদ্দিন, হাজী ইয়াকুব প্রমুখ। বক্তারা, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষনার হুমকি দেয়া হয়।
উলে¬খ্য, গত রবিবার রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের গুলখার গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ১৫দিন ব্যাপী কোরআন তাফসির মাহফিলে যোগ দিতে যাবার সময় রানীখার বাজারে পৌছামাত্র ১০/১৫জন দু®কৃতিকারী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়।