ইসমাঈল হোসেন ইমু : পুরান ঢাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ও মেয়া উত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে মিডফোর্ট হাসপাতালের বিপরীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের ৩ তলার গোডাউন থেকে এসব ওষুধ জব্দ করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক আকিব হোসেন জানান, ঐ গোডাউনটি ঢাকা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিলন খানের। অভিযান চলাকালে মিলন খান পলাতক ছিলেন। তিনি জানান, এর আগেও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মিলনের বিরুদ্ধে মামলা রয়েছে।
এদিকে, অধিদপ্তর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জব্দকৃত ওষুধগুলোর মূল্য প্রায় ২ কোটি টাকা।
এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারি পরিচালক আকিব হোসেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল উপস্থিত ছিলেন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor