ভারতে মন্ত্রীসহ ৬ এমপির বাড়িতে জনতার আগুন

১ সেপ্টেম্বর, ২০১৫ : ৮:৩৬ পূর্বাহ্ণ ৪৭৭

ভারতের মনিপুর রাজ্যের আইন সভায় তিনটি বিল পাস হওয়াকে কেন্দ্র করে স্বাস্থ্যমন্ত্রীসহ ৬ সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা । এ ঘটনায় চুরাচান্দপুর শহরে সংঘাতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন । ওই এলাকায় জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

সংঘাতের সময় দু’জন পুলিশের গুলিতে ও একজন আগুনে পুড়ে নিহত হন।

রাজ্যের অভ্যন্তরীণ পারমিট ইস্যুসহ তিনটি বিল পাস হওয়া নিয়ে সোমবার সন্ধ্যা থেকেই সেখানে সংঘাত শুরু হয়

ওই সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার কারণ হলো, তারা কেউই ওই বিলগুলোর বিরোধিতা করেননি, উল্টো সেগুলোর পক্ষে ভোট দিয়েছে।

বিক্ষুদ্ধ জনতা সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনীকে সেখানে পৌঁছাতে বাধাও দিয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ফুংজাথাং তনসিং ও সংসদ সদস্যরা নিরাপদ আছেন বলে জানা গেছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com