পশ্চিম পাইকপাড়ায় সার্ভিস লাইনের তার চুরি ॥ পুলিশী টহল জোরদারের দাবী

১১ সেপ্টেম্বর, ২০১৫ : ১০:৩০ পূর্বাহ্ণ ৪২৮

স্টাফ রিপোর্টার

শহরের পশ্চিম পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ির বিদ্যুতের সার্ভিস লাইনের তার ব্যাপকভাবে চুরি হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির স্বীকার। জানা যায়, গত বুধবার গভীর রাতে পশ্চিম পাইকপাড়া এলাকার ১৯২/১, প্রিয় প্রাঙ্গনের সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের বাসার সার্ভিস লাইনের তার ও নাজভী ভিলার সার্ভিস লাইনের তার সংঘবদ্ধ চোরেরা কেটে নিয়ে যায়। এতে করে সাধারণ মানুষ চরম আতঙ্কে রাত কাটাচ্ছে। পশ্চিম পাইকপাড়ার বাসিন্দা ড্রেস ল্যান্ডের সত্ত্বাধিকারী মঈনুদ্দিন আহমেদ দুলাল ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আখন্দ জানান, ইদানিং প্রতি রাতে পশ্চিম পাইকপাড়া এলাকায় বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটছে। চুরির উপদ্রুপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকায় রাতের বেলায় পুলিশী টহল জোরদার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবী জানান।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com