আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে গাঁজাসহ মাদক পাচারকারীকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া 11 September 2015

 

বিজয়নগর প্রতিনিধি :

শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ভোর ৬টার দিকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের মির্জাপুর এলাকার সড়কের উপর মোঃ শাহিন মিয়া (২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। সে এসময় সেখানে গাড়ির জন্য অপেক্ষা করছিল বলে জানায়। গ্রেফতারকৃত শাহিন মিয়া জেলা সদরের চিনাইর গ্রামের মিকাইল মিয়ার ছেলে। পরে তাকে বিজয়নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।