আমাদের কথা ডেস্ক :
১২০ কেজি স্বর্ণ, ৭শ’ কেজি রেশমি সূতা ও ২৫ কেজি রুপা দিয়ে পবিত্র কাবা শরিফের নতুন গিলাফ তৈরি করা হয়েছে। যার দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার। মক্কার উম্মুল জুদ এলাকায় কাবার গিলাফ তৈরির কোম্পানিতে এই গিলাফ তৈরির কাজ শেষ হয়েছে বুধবার। আগামী ৯ জিলহজ কাবা শরীফে মোড়ানো হবে নতুন গিলাফটি। বৃহস্পতিবার কোম্পানির ম্যানেজান মুহাম্মদ বিন আবদুল্লাহ এ তথ্য জানান। মুহাম্মদ বিন আবদুল্লাহ জানান, গিলাফ তৈরিতে কাজ করেছে দেড় শতাধিক অভিজ্ঞ কর্মী। এবার গিলাফ তৈরি আরো নিখুঁত ও সুন্দর করতে বিশেষ মেশিন আমদানি করা হয়। উল্লেখ্য, প্রতি বছর হজের আগের দিন কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়। আর পুরনো গিলাফটি বিভিন্ন মুসলিম রাষ্ট্র ও সংস্থাকে উপহার দেয়া হয়। গত বছরের গিলাফ তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১৭ মিলিয়ন সৌদি রিয়াল। তবে এ বছরের খরচের পরিমাণ এখনো জানা যায়নি।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor