শিশুর ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না- স্থপতি অরূপ দত্ত

১২ সেপ্টেম্বর, ২০১৫ : ১২:০৯ অপরাহ্ণ ৪৮৩

স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের কার্যকরি পরিষদের সদস্য স্থপতি অরূপ দত্ত বলেছেন, শিশুর ইচ্ছের বিরুদ্ধে কোন কাজ করা যাবে না। নিজের ঘর থেকেই শিশুর নিরাপত্তা তৈরী করতে হবে। সৃজনশীল কাজের জন্য ভাল পরিবেশ প্রয়োজন। প্রত্যেক শিশুর মধ্যেই মেধা রয়েছে। ভাল মানুষ হতে চাই এই ইচ্ছা সবার মধ্যে থাকতে হবে। নিজকে পরিবর্তন করতে হবে। গতকাল ১১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর এ কে সিরামিকস ২৪তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি ওই কথা বলেন। দীপ্ত মোদকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শিশু নাট্যমের সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্র ডাঃ সাফওয়ান মোঃ সাইফুজ্জামান নাবিল, প্রাক্তন ছাত্র অমিত মোদক।

আলোচনা শেষে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সংগীত বিভাগের ছাত্র ছাত্রীরা দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ পাল, শংকর সাহা, কামাল হোসেন, প্রণয়। আজ ১২ সেপ্টেম্বর সমাপনী দিনে বিকাল ৫টায় পুরস্কার বিতরন ও গুণীজন সংবর্ধনা। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক। সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার যারা সংবর্ধিত হবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সিনিয়র এডঃ মোঃ আবু তাহের, ৭১ টিভির হেড অব নিউজ বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, মাছরাঙা টিভির বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহ্ মোহাম্মদ মোতাস্সিম বিল্লাহ, নারী মুক্তিযোদ্ধা ও শিক্ষক তাহরিমা চৌধুরী শেলী।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com