বস্তুর প্লাজমা স্টেটে এই পরমাণু কণিকাগুলি সর্বোচ্চ কাছাকাছি অবস্থানে চলে আসে। তার মানে ভর একই থাকে কিন্তু আয়তন কোটি কোটি ভাগ কমে যায়। ব্ল্যাকহোলে পদার্থের গঠনের মৌলিক তত্বটি এরকম। এমন গঠনের জন্য মধ্যাকর্ষণ বল কোটি কোটি গুন বেড়ে যায়। আলো বা বিদ্যুত চৌম্বকীয় তরঙ্গ প্রবাহের শূন্যস্থান না থাকাতে তা পদার্থেই শোষিত হয়। এখানে অসংখ্য ডাইমেনশন বা মাত্রার উপস্থিতি থাকতে পারে। ফলে অনেক অসম্ভব এখানে সম্ভব হয়ে উঠবে। যেমন বিশাল দুরত্ব এখানে অতি সামান্য হয়ে উঠতে পারে।