আমাদের কথা ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
রোববার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে ঢাবির ভিসি, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী।
নোটিশে ঢাবিতে ভর্তির বিষয়ে ১৯৭৩ (৪৬) রাষ্ট্রপতির আদেশ ১১ অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাষ্ট্রপতির ওই আদেশ মানা হচ্ছে না তাই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় আজ রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইউনুছ আলী আকন্দ।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor