বিনোদন ডেস্ক :
বিগত বছরের ধারাবাহিকতায় আবারো শুরু হতে যাচ্ছে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। ২০০৫ সাল থেকে এ আসরে ধারাবাহিক বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণ। ‘হাসি অন, কান্না গন’ নামে এবার শুরু হতে যাচ্ছে মিরাক্কেল সিজন ৯। এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণে আগ্রহীদের অডিশনের জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে অডিশন। ঢাকা, বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় অনুষ্ঠিত হবে এ অডিশন রাউন্ড। ১৮ সেপ্টেম্বর ঢাকার সেগুনবাগিচা হাইস্কুল ও বগুড়ার পর্যটন মোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৫ পর্যন্ত অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। ২০ সেপ্টেম্বর একই সময়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও খুলনার হোটেল ক্যাসেল সালামে অনুষ্ঠিত হবে এ অডিশন। আগের সিজনের ধারাবাহিকতায় এবারো অনুষ্ঠানের সঞ্চালক থাকবেন মীর, সঙ্গে থাকবেন ব্যান্ডেজ ব্যান্ডের সদস্যরা।বণিকবার্তা
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor