আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শুক্রবার থেকে রঙ্গমাতন সোলায়মান মেলা

বিনোদন 16 September 2015

www.bonikbarta5

বিনোদন ডেস্ক :

সংগীতশিল্পী হিসেবেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সবখানে। কিন্তু কে জানত ভেতরে ভেতরে তিনি নাটককেও লালন করেন। একদিন এভাবেই জড়িয়ে যান নাট্যাঙ্গনের সঙ্গে। নাটক লেখা, অভিনয়, নির্দেশনা থেকে শুরু করে গ্র“প থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সবমিলিয়ে বাংলাদেশের নবধারার নাট্যচর্চায় এসএম সোলায়মানের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত এ মানুষটি ২০০১ সালের ২২ সেপ্টেম্বর চলে যান না ফেরার দেশে। তাকে স্মরণ করতেই নাট্যদল প্রাচ্যনাট আয়োজন করেছে ‘রঙ্গমাতন সোলায়মান মেলা’।
প্রাচ্যনাটের চতুর্থবারের মতো আয়োজিত এ মেলা শুরু হবে ১৮ সেপ্টেম্বর। উৎসবে প্রাচ্যনাট ছাড়াও সাতটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো— আরণ্যক নাট্যদল, উদীচী নাটক বিভাগ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, থিয়েটার আর্ট ইউনিট, বটতলা, মহাকাল নাট্যসম্প্রদায়, তীরন্দাজ রেপার্টরি ও বাতিঘর। পরিবেশনা, নাট্যবৈঠক, নাট্য প্রদর্শনীর মতো নানা আয়োজনে সাজানো হয়েছে পুরো আয়োজনটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে। সকাল সাড়ে ১০টা ও বিকাল ৫টায় থাকবে অংশগ্রহণকারী আটটি দলের নিজস্ব দলীয় প্রদর্শনী। বেলা আড়াইটার ‘বৈঠক’-এ হাসান শাহরিয়ারের সঞ্চালনায় মূল আলোচক থাকবেন আনু মোহাম্মদ। এদিকে সন্ধ্যা ৬টায় দলগুলো সম্মিলিতভাবে মঞ্চায়ন করবে ‘এই দেশে এই বেশে’।
সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মূল মঞ্চে মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’। এর পর সব দলের অংশগ্রহণে ‘অগ্নিচক্র-নৃত্য’ উপস্থাপনের মধ্য দিয়ে মেলার সমাপ্ত ঘটবে।বণিকবার্তা