স্টাফ রিপোর্টার :
শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এক টিকেট কালোবাজারী কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রেল ষ্টেশনের অভিযান চালিয়ে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের ৪ টিকেট সহ কালোবাজারী সোহেল মিয়া (২৫) আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত সোহেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মৌড়াইল এলাকার ফরিদ মিয়ার ছেলে। অভিযান চলাকালে রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান ও স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ উপস্থিত ছিলেন।