বিনোদন ডেস্ক :
বচ্চন বাড়ির অন্দরমহল নিয়ে খুব একটা কথা বলেন না অভিষেক বচ্চন। পরিবারকে বরাবরই সাধারণের কাছ থেকে দূরত্বে রাখতে চান তিনি। মা-বাবা কিংবা স্ত্রী-সন্তান নিয়ে জনসম্মুখে মুখ খোলেন না ভুলেও! তবে এক সাক্ষাৎকারে হাটে হাঁড়ি ভেঙে বসলেন জুনিয়র বচ্চন। মা (জয়া বচ্চন) ও স্ত্রীকে (ঐশ্বরিয়া রাই বচ্চন) নানান কথা বলেছেন অভিষেক। এসব এতোদিন বাইরের দুনিয়ায় অজানাই ছিলো। বাইরে যতোই বই-শাশুড়ির মধ্যে ঠান্ডা যুদ্ধ নিয়ে গুঞ্জন থাকুক, অভিষেকের কথায় সেসব ধোপে টিকলো না মোটেই। মজার বিষয় হলো, জয়া ও অ্যাশের মধ্যে বন্ধনটা সুদৃঢ় করেছে বাংলা ভাষা! অভিষেক জানান, কোনো কিছু নিয়ে তর্ক বা বউয়ের সঙ্গে ঝগড়া হলে একজোট হয়ে যান জয়া-ঐশ্বরিয়া! তখন তারা বাংলায় কথা বলতে থাকেন বলে কিছুতেই পেরে ওঠেন না অভিষেক। পারবেন কীভাবে? তিনি যে বাংলায় কাঁচা! বাধ্য হয়েই থেমে যেতে হয় তাকে। বলিউডের এই অভিনেতা বলেছেন, ‘মা আর অ্যাশ আমাকে কাবু করতে বাংলায় অনর্গল কথা বলতে থাকে। মা বাঙালি বলে ভাষাটা জানেন। আর ঐশ্বরিয়া কাজ করেছে ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) ‘চোখের বালি’ ছবিতে। সেজন্য বাংলা বলতে পারে ও। তাই যখন আমাকে নাস্তানাবুদ করা দরকার, তাদের প্রধান হাতিয়ার হয়ে ওঠে বাংলায় কথা বলা।’
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor