ত্রিয়াদ মাফিয়া চক্রের ১৯ হাজার সদস্য আটক

২৪ সেপ্টেম্বর, ২০১৫ : ৯:৫৯ পূর্বাহ্ণ ৫৮৯

আমাদের কথা ডেস্ক :

চীনের গুয়াংডং, ম্যাকাও ও হংকংয়ে তিন মাসের বিশেষ অভিযানে আটক করা হয়েছে ত্রিয়াদ মাফিয়া চক্রের সন্দেহভাজন ১৯ হাজার সদস্যকে। এর মধ্যে গুয়াংডং রাজ্যে ১১ হাজার, ম্যাকাওয়ে ৪ হাজার এবং হংকংয়ে ৪ হাজার ত্রিয়াদ সদস্য আটক হয়েছেন। আটকরা মাদক পাচার, জুয়া ও পতিতাবৃত্তির মতো অপরাধ বিস্তারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের অভিযোগ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হংকং পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এক বিবৃতিতে হংকং পুলিশের মুখপাত্র আউ চিন চাউ জানান, হংকং, ম্যাকাও ও তাইওয়ানভিত্তিক বহুজাতিক এই মাফিয়া চক্রটি বিশ্বব্যাপী নানা অপরাধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি ‍আরো বলেন, যেকোনও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে হংকং পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ আটক তারই দৃষ্টান্ত স্থাপন করেছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com