স্টাফ রিপোর্টার :
মুসল্লিদের বরণ করতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ। জেলার সবচেয়ে বড় এ ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি। শুক্রবার সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরের ট্যাঙ্কের পাড় ঈদগাহ মাঠ, সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণ, কাউতলী শেরপুর ঈদগাহ মাঠ, ভাদুঘর ঈদগাহ্ মাঠসহ জেলার সবকটি উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ইতোমধ্যে জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে যথাসময়ে জেলা জামে মসজিদে (বড় মসজিদ) ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor