
স্টাফ রিপোর্টার :
সরাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। গত রোববার মেলার উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট তানবীর ভূইয়া। বিকাল ৪টায় উন্নয়ন মেলা উদ্বোধনের পর অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট তানবীর ভূইয়া, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট তানবীর ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, ভাইস চেয়ারম্যান বাবুল আখতার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা, সাবেক চেয়ারম্যান মিজানুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, আল মামুন, মোঃ শাহজাহান প্রমুখ। মেলায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ২৬টি ষ্টল বসে। প্রতিটি ষ্টলেই ছিল দর্শকদের উপচেপড়া ভীড়। শেষে বিজয়নগর শিল্পকলা একাডেমীর আহ্বায়ক কবি তাবরীজ সরকারের নেতৃত্বে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।