বিসিআইসি’র অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের সন্তান, সাবেক উপমন্ত্রী এড. হুমায়ুন কবীর, জাকের পার্টির যুগ্ম মহাসচিব সেলিম কবীর ও বিশিস্ট ব্যবসায়ী জাহাঙ্গীর কবীর এর ভগ্নিপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন আহমেদ গত সোমবার সন্ধ্যায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে– রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স ৭০ বৎসর। তিনি স্ত্রী ২ পুত্র ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকালে মরহুমের প্রথম নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর ঈদগাহ মাঠে পরে বাদ জোহর গ্রামের বাড়ি সদর উপজেলার গোপীনাথপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গোপীনাথপুর গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা বশীর আহমেদ ও মরহুমের পুত্র ডাঃ সাকিন। নামাজে জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মিয়া (মিয়া ভাই), সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভূইয়া বকুল, আশুগঞ্জ সার কারখানার সিবিএ নেতা ফরিদ উদ্দিন আহমেদ, বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাঃ এফ. জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া নিবাসী আলহাজ্ব রোকন উদ্দিন আহমেদ চাকুরী জীবনে আশুগঞ্জ সার কারখানা, ঘোড়াশাল সার কারখানায় মহাব্যবস্থাপক পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor